সমাবেশে মিয়া গোলাম পরওয়ার
জুলাই সনদকে আইনিভিত্তি দিতে গণভোট এবং সেই গণভোটে পিআর পদ্ধতি অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, পিআর নিয়ে জনগণ যাতে মতামত দিতে পারে সেই ব্যবস্থা করতে হবে।
জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গত ১৬-১৭ বছরে দেশের মানুষ যে দুঃশাসন, নির্যাতন ও অপকর্ম দেখেছে, সেই পথে তারা আর ফিরতে চায় না। মানুষ পরিবর্তন চায়।
স্বাস্থ্যসেবা খাতে নীতিমালা প্রণয়ন ও চিকিৎসকদের অধিকার প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্র চূড়ান্ত করার লক্ষ্যে ডাকা সর্বদলীয় বৈঠকে অংশ নিতে ফরেন সার্ভিস একাডেমিতে প্রবেশ করেছে জামায়াতের চার সদস্যের একটি প্রতিনিধি দল।